ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সাথে এমপি শাহীনের মতবিনিময়

সাগরদাঁড়িতে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির র্নেতৃৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন যশোর-৬ আসনের নব নির্বাচিত এমপি শাহীন চাকলাদার। ৭ আগষ্ট বিকেলে কেশবপুর পৌরসভার হলরুমে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির আহব্বায়ক হারুন অর রশীদ এর সভাপতিত্বে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহীন চাকলাদার এমপি।

তিনি বলেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের সাগরদাঁড়িতে মধুসূদন সংষ্কৃতি বিশ্ববিদ্যালয় গোটা যশোরবাসির প্রাণের দাবি। এ দাবি বাস্তবায়নে আমি আপনাদের পাশে থাকবো।

সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সদস্য সাংবাদিক দিলীপ মোদকের সঞ্চালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রহুল আমীন, সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, মধুসূদন সংস্কৃতি বিশ্ব বিদ্যালয় বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী, সন্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য সুকুমার দাস, যশোর তির্যকের সভাপতি দীপংকর দাস রতন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক সাংবাদিক মনিরুল ইসলাম, রুখসানা ইসলাম শিল্পী, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদুর রহমান বকুল, যশোর শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান বুলু, মুক্তিযোদ্ধা মনিমোহন ধর, কেশবপুর প্রেসক্লাব সভাপতি আশরাফ উজ জামান খান, কেশবপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক প্রভাষক মশিউর রহমান, মধুসূদন সংস্কৃতি বিশ্ব বিদ্যালয় বাস্তবায়ন কমিটির সদস্য সাংবাদিক উৎপল দে, সৈয়দ আকমল আলী, উজ্জ্বল ব্যানাজী ও অনুপম মোদক প্রমূখ।

আনন্দবাজার/শাহী/জাকির

সংবাদটি শেয়ার করুন