বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক নেতাকর্মীকে অন্তত তিনটি করে গাছ লাগানোর নির্দেশনা প্রদান করছেন। এরই অংশ হিসাবে ৭ আগস্ট শুক্রবার দুপুরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রাণীশংকৈল ডিগ্রী কলেজের ভিপি রফিউল ইসলামের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে এদিন খনিয়াদিঘী মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ, কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় চত্বরে ১০০ টি বিভিন্ন জাতের ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ন সম্পাদক আনিসুর রহমান বাকী, সাবেক যুবলীগ সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক বাবর আলী, পৌর আ’লীগের সহ সভাপতি প্রভাষক সিরাজুল ইসলাম বুলু, কেন্দ্রীয় হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুসিল রায়, প্রাইমারি প্রধান শিক্ষক গপেনন্দ্রনাথ, উপ সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম, পৌর আ’লীগের প্রচার সম্পাদক সাংবাদিক আশরাফুল আলম, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সাদেকুল, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমীন প্রমুখ।
এছাড়াও ৪ নং পৌর আ’লীগ সভিপতি ও সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি, ৭ নং ওয়ার্ড সভাপতি মোকসেদ আলীসহ পৌর আ’লীগের বিভিন্ন নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আনন্দবাজার/শাহী/কবির