মোংলায় নন এমপিওভূক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সরুপ ৩ লাখ ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। একই সাথে ১১৭ জন শিক্ষা প্রতিবন্ধীর শিক্ষা উপবৃত্তির চেক ও সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংকের উদ্যোগে ২০ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা চেক তুলে দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত মানান্নের সভাপতিত্বে সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১ টায় নন এমপিওভূক্ত শিক্ষক, প্রতিবন্ধী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এসব চেক বিতরণ করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সরুপ মোংলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬৯ জন নন এমপিওভূক্ত শিক্ষককে ৩ লাখ ২৫ হাজার টাকার চেক, প্রতিবন্ধী ১১৭ জন শিক্ষার্থীকে ১১ লাখ ৩৯ হাজার টাকার চেক ও সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংকের সহযোগিতায় ২০ জন মেধাবী শিক্ষার্থীকে চেক বিতরণ করা হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এ আনোয়ার উল কুদ্দুস, সমাজসেবা কর্মকর্তা এস এম মাসুদ রানা , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাহিদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সেলিম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, মিঠাখালী ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, সুন্দরবন ইউপি চেয়ারম্যান কবির হোসেন, সাখাওয়াত হোসেন মিলন প্রমূখ।
আনন্দবাজার/শাহী/সুজন