শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চকরিয়ায় ১৫ আগষ্ট উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের উপলক্ষে কক্সবাজার চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগষ্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চকরিয়া – পেকুয়া ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সামসুল তাবরীজ।

আলোচনায় সভায় উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর করিম সাঈদী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো.হাবিবুর রহমান।

সভায় আরো উপস্থিত ছিলেন, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সভাপতি পশ্চিম বড়ভেওলা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান আলহাজ জসীম উদ্দিন, কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, বিএমচর ইউপি চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম । সভায় আইনশৃঙ্খলা কমিটির সদস্য ছাড়াও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

করোনা সংক্রমণ বিস্তার ঠিকাতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনে সীমিত আকারে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

বঙ্গুবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১৫ আগষ্ট
কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বঙ্গবন্ধুর জীবন ও কীর্তি শীর্ষক আলোচনাসভা, বৃক্ষরোপণ কর্মসূচী, বাদ যোহর বিভিন্ন মসজিদ-মন্দিরে মোনাজাত ও বিশেষ প্রার্থনা এবং যথাযথ মর্যাদায় শোক দিবস পালন করা হবে বলে সভায় জানানো হয়।

আরও পড়ুনঃ  পাইকগাছায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা

আনন্দবাজার/শাহী/রাজু

সংবাদটি শেয়ার করুন