শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলীকদমে মাছের পোনা বিতরণ

বান্দরবানের আলীকদম উপজেলায় তাহজিংডং এনজিও উপকার ভোগীদের মাঝে ইউএসাইডি এর অর্থায়নে ওয়ার্ল্ড ফিশ এর কারিগরি সহায়তায় ‘তহজিংডং’ এনজিও সংস্থার চলমান প্রকল্প EANA(Enhancing Aquaculture &Nutrition Activity)’র মাছের পোনা বিতরণ করা হয়েছে।

বুধবার (৫ আগষ্ট) সকাল ১১ টার সময় আলীকদম ২ নং চৈক্ষ্যং ইউপি ও ৪ নং কুরুকপাতা ইউনিয়নের মোট ৮৬ জন উপকার ভোগীকে(পুকুর ও গোদা’য় মাছ চাষী) রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া মাছের পোনা দেওয়া হয়, এদের মধ্যে পুকুরের মাছ চাষীরা সর্বমোট ৭০০ টি এবং গোদার মাছ চাষীরা সর্বমোট ১০০০ টি করে মাছের পোনা পান বিতরণ করা হয়েছে।

মাছের পোনা বিতরনের সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিবেসে উপস্হিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সায়েদ ইকবাল।

এসময় আরো উপস্হিত ছিলেন আলীকদম উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব জয় বনিক, EANA প্রকল্পের অ্যাকুয়াকালচার & নিউট্রিশন কো-অর্ডিনেটর জনাব মোঃ নজরুল ইসলাম, EANA প্রকল্পের আলীকদম উপজেলা অ্যাকুয়াকালচার & নিউট্রিশন অফিসার জনাব মোহাম্মদ আবু নাঈম ও লামা উপজেলা অ্যাকুয়াকালচার & নিউট্রিশন অফিসার জনাব মোঃ রিয়াজ হোসেন।

আনন্দবাজার/শাহী/সুশান্ত

আরও পড়ুনঃ  সহজ হলো যুক্তরাজ্যে ভিসা আবেদন

সংবাদটি শেয়ার করুন