পদ্মার তীব্র ভাঙনে এবার বিলীন হয়ে গেলো শিমুলিয়ার চার নম্বর ফেরিঘাট (ভিআইপি ঘাট)। গতকাল বুধবার রাত ৩টার দিকে শিমুলিয়ায় বিলীন হয়ে যাওয়া ভাঙন কবলিত ৩ নম্বর ঘাট এলাকায় হঠাৎ পুনরায় ভাঙন দেখা দেয়। এতে এ রুটে সকাল ৭টা থেকে সকল ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
জানা গেছে, এর আগে রাতে ভাঙন শুরু হওয়ার ফলে শিমুলিয়া ঘাটের সকল যানবাহনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এ নিয়ে শিমুলিয়া ৪টি ঘাটের মধ্যে দুইটি ঘাটই নদী গর্ভে বিলীন হয়েছে।
এ ব্যাপারে বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল বলেন, গতকাল বুধবার রাত ৩টার দিকে শিমুলিয়া ইতোপূর্বে বিলীন হয়ে যাওয়া ভাঙন কবলিত ৩ নম্বর ঘাট এলাকায় হঠাৎ আবার ভাঙন দেখা দেয়। এ ঘটনায় সকাল ৭টা থেকে এ রুটে সকল ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ভাঙন এখনও চলমান রয়েছে।
এর আগে গত ২৮ জুলাই দুপুরে শিমুলিয়া ৩ নম্বর ঘাট এলাকায় হঠাৎ ভাঙন শুরু হয়। এতে ৩ নম্বর ঘাটসহ ঘাটের একাংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। ভাঙন কবলিত জায়গায় জিও ব্যাগ ফেলা হচ্ছে বলে জানা গেছে।
আনন্দবাজার/টি এস পি