খুলনার পাইকগাছায় সোলাদানা ইউনিয়নে আম্পানে ক্ষতিগ্রস্থ বয়ারঝাপার ভাঙ্গা হাড়িয়ায় ভরা পূর্ণিমার অস্বাভাবিক পানির চাপে আবারো নদীর পাড় ভেঙ্গে গেছে।
বুধবার (৫ আগস্ট) সকালে সোলাদানা ইউপি চেয়ারম্যান এস,এম, এনামুল হক স্বেছাশ্রমের মাধ্যমে বাঁধের কাজ শেষ করেছে। এ সময় এনামুল হক জানান, বয়ারঝাপার ভাঙ্গন কবলিত এলাকা ভাঙ্গা হাড়িয়া আম্পানে ভেঙ্গে যায়।
তাৎক্ষনিকভাবে ঠেকানো হলেও পরবর্তীতে পুর্ণিমার জোয়ারে অস্বাভাবিক পানির চাপে আবারো ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এলাকাবাসী ঝুকির মধ্য রয়েছে। স্থায়ীভাবে বাঁধ রক্ষায় সরকারি সহায়তা ছাড়া সম্ভব নয়। এ সময় চেয়ারম্যানের বাঁধ নির্মাণে সহযোগিতা করেন, ইউপি সদস্য ঠাকুরদাস সরদার, আবু সাঈদ মোল্লা, কল্যাণী মন্ডল, সিদ্দিক শিকারী, নূর ইসলাম, আব্দুস সবুর, আবুল কাশেম, নুরুল ইসলাম, আজিজুর রহমান লাভলু ও রকি বিশ্বাস।
আনন্দবাজার/শাহী/ইমদাদ