ঢাকা | বুধবার
১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনা উপসর্গ নিয়ে পঞ্চগড়ে আরও একজনের মৃত্যু

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় করোনা উপসর্গ নিয়ে তরিকুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার ভোরে তার মৃত্যু হলে দুপুরে স্বাস্থ্যবিধি মেনে তার দাফন কার্য সম্পন্ন হয়েছে।

তার বাড়ি আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের উত্তর সাহাপাড়া এলাকায়। তিনি ওই গ্রামের মৃত জীবন আলীর ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, গত কিছুদিন ধরে জ্বর-সর্দি-কাঁশি ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন মৃত আমিরুল ইসলাম। স্থানীয়ভাবে চিকিৎসা চলছিল তার। পরে গত মধ্যরাতে তার শ্বাসকষ্ট ও কাঁশি বেড়ে গেলে আজ ভোরে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়।

আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার জানায়, স্বাস্থ্যবিধি মেনে তার জানাযা ও দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। সেই সাথে নিহতের বাড়ি লকডাউন করা হয়েছে।

সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান জানান , গত (০৩ আগষ্ট) সোমবার তরিকুল ইসলামের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল। ফলাফল আসার আগেই আজ বুধবার ভোরে তার মৃত্যু হয়। তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়নি এখনো। তবে ওই পরিবারের সদস্যদের মধ্যে কারো করোনার উপসর্গ থাকলে তারও নমুনা সংগ্রহ করা হবে।

আনন্দবাজার/ডব্লিউ এস/এ এস

সংবাদটি শেয়ার করুন