গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার কোনাবাড়ীতে একটি ব্যাটারি তৈরির কারখানার গোডাউনে মঙ্গলবার (৪ অগাস্ট) রাত সোয়া আটটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই কারখনার গোডাউনে থাকা প্রায় দেড় লক্ষাধিক টাকার ব্যাটারির কার্টুন পুড়ে ছাই হয়ে গেছে।
কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের ইনেসপেক্টর মিনহাজুর রহমান জানান, গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার কোনাবাড়ীর জরুন এলাকায় ডং ইয়া নামক একটি ব্যাটারি কারখানার কার্টুনের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ডিবিএল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।
উল্লেখ্য, আগুনে ব্যাটারি তৈরির কারখানার গোডাউনে থাকা কাটুন পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকান্ডে কারখানার দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
আনন্দাবাজার/শাহী/মিলন