ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ধর্মপাশার মধ্যনগরে ১৫০ বন্যার্ত পরিবারে ত্রাণ বিতরণ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগরের ১৫০টি বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। থানাধীন মধ্যনগর খাদ্য গুদাম প্রাঙ্গণে এখানকার বিভিন্ন গ্রামের ১৫০টি পরিবারের মধ্যে সাড়ে সাত কেজি করে চাল, এক লিটার সোয়াবিন, এক কেজি ডাল, এক কেজি চিনি, এক কেজি লবন, ৫০০গ্রাম সুজি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।

মঙ্গলবার বেলা দুইটার দিকে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সুনামগঞ্জ জেলা ইউনিট এসব সামগ্রী বিতরণের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষ সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল হাসান চৌধুরী, মধ্যনগর থানা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন নূরী, সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, এহসান তালুকদার, সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, যুগ্ম সম্পাদক শামীম আহমেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শামীম আহমেদ মুরাদ, সাংগঠনিক সম্পাদক দেনিয়ার খাঁন পাঠান, মধ্যনগর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলা উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন খাঁন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র লীগের সহসম্পাদক ফখরুল ইসলাম টিপু, রেড ক্রিসেন্ট সোসাইটির সুনামগঞ্জ জেলা ইউনিটের জ্যেষ্ঠ যুব সদস্য মো.শেরুজ্জামান প্রমুখ।

আনন্দবাজার/ডব্লিউ এস/এম এইচ

সংবাদটি শেয়ার করুন