সাভার, ধামরাই ও আশুলিয়া এলাকার তিনটি নদে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার কারণে বন্যার কবলে পড়েছে ২৮টি ইউনিয়নের লাখ লাখ মানুষ। বন্যার কারণে শিল্পাঞ্চল থেকে দূষিত পানি ছড়িয়ে পড়ছে গ্রাম থেকে গ্রামে।
জানা যায়, এবারের বন্যায় শহরের পাশাপাশি গ্রামের ঘরেও ঢুকে পড়েছে শিল্পবর্জ্যে বিষাক্ত পানি। এই পরিস্থিতিতে এসব এলাকায় যাতায়াতের একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছে ছোট ডিঙি নৌকা।
সাভারের বংশী, তুরাগ ও ধলেশ্বরী নদের পানি বেড়ে যাওয়ায় ভয়ঙ্কর জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে ২৮টি ইউনিয়নের বিভিন্ন এলাকায়। এতে দুর্গন্ধযুক্ত নোংরা পানির কারণে নানা ধরনের রোগ ছড়াচ্ছে।
এদিকে বন্যা পরিস্থিতির কারণে এবার ইরি ধান রোপন করা সম্ভব হবে না বলে জানিয়েছেন কৃষকরা। সাভারের তিন নদীর আশপাশের এলাকায় প্রায় ৫০ লাখ মানুষ বসবাস করে।
আনন্দবাজার/টি এস পি