ঢাকা | সোমবার
১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আগস্টের শেষের দিকে আবারও বন্যার আশঙ্কা

দেশের বিদ্যমান বন্যা থেকে আগস্টের মাঝামাঝি সময়ে মুক্তি ঘটতে পারে। কিন্ত ভারী বৃষ্টিপাতের কারণে এ মাসের শেষ নাগাদ আবারও স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি হতে পারে। গতকাল সোমবার আগস্ট মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়, আগস্টে বাংলাদেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি বর্ষাকালীন নিম্নচাপে পরিণত হতে পারে।

দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে। ফলে মধ্যভাগ নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে। তবে এ মাসের শেষের দিকে মৌসুমী ভারী বৃষ্টিপাতের কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

স্থিতিশীল থাকতে পারে ঢাকার চারপাশের নদীর পানি। আগামী ৫ আগস্ট পর্যন্ত নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর পানি স্থিতিশীল থাকতে পারে। এরপর পানি কমে বিপৎসীমার নিচে চলে আসতে পারে। এতে আগামী চার দিন পর্যন্ত জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থায়ী হতে পারে।

এর আগে, ২০০৪ সালের পর দেশে এত দীর্ঘসময় ধরে আর কখনও বন্যা ছিল না বলে জানিয়েছিল সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন