শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

একদিনে কোরবানির বর্জ্য অপসারণে সফল ডিএসসিসি

একদিনের মধ্যে কোরবানির সকল বর্জ্য অপসারণে সফল হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসির)। ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডেই কোরবানির পশুর বর্জ্য রবিবার (০২ আগস্ট) শতভাগ অপসারিত হয়েছে।

ডিএসসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. বদরুল আমিন এক ভিডিও বার্তায় বলেন, গতকাল শনিবার দুপুর ২টা থেকে আজ দুপুর ২টা পর্যন্ত নগরীর ৭৫টি ওয়ার্ডের শতভাগ প্রায় ৮ হাজার মেট্রিক টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে।

তিনি জানান, আজ (২ আগস্টের) কোরবানির পশুর যে বর্জ্য সৃষ্টি হবে, তা আগামী ১২ ঘণ্টার মধ্যে অপসারিত হবে।

তিনি আরও বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুরোধের প্রেক্ষিতে গত শুক্রবার রাত্রে (৩১ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তাদের ৩৩ ট্রাক বর্জ্য গ্রহণ করে তা ডিএসসিসি’র মাতুয়াইলের ল্যান্ডফিলে নিয়ে যায়। সেদিন রাতে আমিন বাজারে প্রচন্ড যানজট থাকায় ডিএনসিসিকে দক্ষিণ সিটি কর্পোরেশন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

আরও পড়ুনঃ  একদিনে মৃত্যু ৩১, শনাক্ত ১৪৭২ জন

সংবাদটি শেয়ার করুন