অস্বাভাবিক হারে কমে গেছে কোরবানির পশুর চামড়ার মূল্য। দেশের বিভিন্ন স্থানে প্রকারভেদে প্রতিটি গরুর চামড়া ১০০ থেকে ৪০০ টাকা ও ছাগলের চামড়া বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১০ টাকায়।
রবিবার (২ আগস্ট) দেশের বিভিন্ন স্থানে বাস্তবে ‘পানির দরে’ কোরবানির পশুর চামড়া বিক্রি হচ্ছে বলে খবর পাওয়া গেছে।
গত বছরও অস্বাভাবিক ভাবে পড়ে গিয়েছিল কোরবানির পশুর চামড়ার মূল্য। গতবছরকে হার মানিয়েছে এ বছরের চামড়ার অস্বাভাবিক মূল্যহ্রাস। যে কারণে এবার তেমন দেখা যায়নি মৌসুমী চামড়া ব্যবসায়ীদের।
এদিকে চামড়ার বাজারে এমন ধস নামায় অসহায় ও দুস্থরা বঞ্চিত হয়েছে বলে অভিযোগ করছেন সংশ্লিষ্টরা।
চামড়ার দাম কমে যাওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। অনেকে বিভিন্ন পরিবহনে করে চামড়া সংগ্রহ করে পাইকারি বাজারে নিয়ে বিক্রি করার সময় দাম দেখে ক্ষোভ প্রকাশ করে বলেন, এতে যানবাহনের ভাড়াও উঠছে না।
আনন্দবাজার/ডব্লিউ এস