অবিশ্বাস যোগ্য হলেও সত্য, ঈদের দিন ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের আকাশীল গ্রামে কুরবানি ষাঁড়ের পেটে একটি বাচ্চা পাওয়া গেছে।
শনিবার (১ আগষ্ট) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের আকাশীল গ্রামের মোজাম্মেল নামে এক ব্যক্তির বাসায় ষাঁড়টি কোরবানি দেয়ার পরপরই এ ঘটনা ঘটে। ষাঁড়ের পেটের ভেতর থেকে গরুর বাছুরটি পাওয়া যায়। এ নিয়ে এলাকায় রীতিমতো হৈ চৈ শুরু হয়।
এলাকার স্থানীয়রা জানান, এই ঘটনা গাভীর ক্ষেত্রে হলে বিষয়টি বিশ্বাসযোগ্য মনে হতো, কিন্তু ষাঁড়ের পেটে বাছুর কীভাবে আসলো! এই ঘটনা সত্যিই আমাদেরকে খুব অবাক করেছে। আমরা আসলে ভাবতেই পারছি না এটা কি করে সম্ভব!
মোজাম্মেল হক জানান, ঈদের আগে ওই উপজেলার দলপতিপুর আইয়ুব আলীর কাছ থেকে ৬৩ হাজার টাকা মূল্যে কোরবানির জন্য ষাঁড়টি ক্রয় করেন তিনি। শনিবার সকালে ষাঁড়টি কোরবানির জন্য জবাইও করা হয়। পরে ষাঁড়ের ভুঁড়ি পরিষ্কার করতে গেলে ভেতর থেকে একটি বাছুর বের হয়ে আসে।
ষাঁড়ের পেটে বাছুরের এমন আচমকা খবর মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সারা এলাকায়। আশপাশের লোকজন একনজর বাছুরটি দেখতে হুমরি খেয়ে ভিড় জমায়।
আনন্দবাজার/শাহী/ মিলন