জয়পুরহাটের পাঁচবিবিতে তরকারি বাজারের ১১৬টি দোকান এক সঙ্গে ধসে পড়েছে। এ ঘটনায় প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। ঘটনাটি আজ শনিবার দুপুর ১২টার দিকে ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকানদার বিকাশ চন্দ্র ও স্থানীয়দের ভাষ্যমতে একটি দোকানের খুটি নড়বড়ে থাকার কারনে অপর দোকানের উপড় ধসে পড়লে পর ওই লাইনের সব দোকান দুমড়ে মুচড়ে ভেঙ্গে পড়ে। এভাবে ঐ কাঁচা বাজারের ১১৬ টি দোকান এক সঙ্গে ধসে পড়ে।
তবে ঈদের নামাজের কারণে দোকান বন্ধ থাকায় এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। দূর্ঘটনার সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদিম সারোয়ার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুনসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
আনন্দবাজার/ডব্লিউ এস/বি এইচ