ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুড়িগ্রামে তৃতীয় দফা বন্যা হতে পারে

কুড়িগ্রামে ফের নদ-নদীর পানি বাড়তে শুরু করায় তৃতীয় দফা বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বন্যার পানি কমে গিয়ে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছিল। তবে এখন আবার বন্যা পরিস্থিতির অবনতি হতে শুরু করেছে।

জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, এবার ধরলা ও তিস্তা অববাহিকায় বন্যা হতে পারে। ইতোমধ্যে এই দুই নদীর পানি বাড়তে শুরু করেছে।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ধরলা নদীর পানি কুড়িগ্রাম ব্রিজ পয়েন্টে ১২ সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে ৮ সেন্টিমিটার কমে বিপদ সীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ ব্যাপারে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মাহামুদ হাসান বলেন, উজানে ভারতের গজালডোবা বাঁধ এলাকায় গত ২৪ ঘণ্টায় ৪৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সেই পানি নেমে আসার ফলে আগামী দুই দিন ধরে ধরলা এবং তিস্তায় পানি বাড়বে। এতে ধরলা নদীতে বিপদ সীমার ৬০ থেকে ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হতে পারে। তিস্তায় নদীতেও সমান হারে পানি বৃদ্ধি পাবে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন