ঢাকা | শনিবার
১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশসহ ৭ দেশের প্রবাসীরা যেতে পারবে না কুয়েতে

বাংলাদেশসহ সাতটি দেশের প্রবাসীদের কুয়েতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। বাকি সাতটি দেশ হলো- পাকিস্তান, ইরান, নেপাল, ভারত, শ্রীলংকা ও ফিলিপাইন।

গতকাল বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছে স্থানীয় আরবী দৈনিক আল রাই, আল কাবাসসহ একাধিক গণমাধ্যম।

এসব গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, অন্য দেশের নাগরিকরা চলতি বছরের পহেলা আগস্ট থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হলে কুয়েতে ফিরতে বাধা নেই। তাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে ও পিসিআর সনদপত্র বাধ্যতামূলক থাকতে হবে।

খবরে আরও বলা হয়, যেসব প্রবাসী দেশে থাকা অবস্থায় তাদের আকামা নবায়নে ব্যর্থ হয়েছেন তারা নতুন ভিসা ছাড়া কুয়েতে যেতে পারবেন না। কিন্তু যাদের আকামার মেয়াদ আছে তাদের ছুটির মেয়াদ ছয় মাসের পরির্বতে ১২ মাস করা হয়েছে। ফ্লাইট চালু শুরু হলে তারা কুয়েতে যেতে পারবেন।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন