বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

উলিপুরে নির্যাতিত শিশু পরিবারে সেলাই মেশিন ও ঈদবস্ত্র বিতরণ

কুড়িগ্রামের উলিপুরে একটি অসহায় ও নির্যাতিত শিশু পরিবারের মাঝে সেলাই মেশিনস ও ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উলিপুর প্রেসক্লাব হলরুমে মহিদেব যুব সমাজ কল্যান সমিতির উদ্যোগে সেলাই মেশিন ও ঈদবস্ত্র বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উলিপুর প্রেসক্লাবের আহবায়ক আনিছুর রহমান মিয়াজি, সাংবাদিক তৈয়বুর রহমান, জাহাঙ্গীর আলম সরদার, এমজেএসকেএস’র নারীর প্রতি সংহিসতা প্রকল্পের প্রজেক্ট অফিসার রত্না  রায়, প্রকল্প সহায়ক সাইফুল ইসলামসহ উলিপুর প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।

উল্লেখ্য, উপজেলার দূর্গাপুর ইউনিয়নের গোড়াই আনন্দবাজার এলাকার দ্বিতীয় শ্রেণি পড়ুয়া এক শিশুকে গত ২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর ধর্ষনের চেষ্টা করেছিল পার্শ্ববর্তি রাজারহাট উপজেলার নলকাটা গ্রামের আব্দুল হাই (৫০) নামের এক লম্পট।

নির্যাতিত ওই শিশুর পরিবারকে আইনি সহায়তাসহ আর্থিক সহযোগিতা করে আসছেন মহিদেব যুব সমাজ কল্যান সমিতি।

আনন্দবাজার/ডব্লিউ এস/এইচ আর

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ঝালকাঠিতে বঙ্গমাতার ৯০ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ

সংবাদটি শেয়ার করুন