ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ডিমলায় বিজিবি’র ত্রাণ ও সেলাই মেশিন বিতরণ

নীলফামারীর ডিমলায় কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্তদের মাঝে বর্ডার গার্ড ব্যাটালিয়ন ত্রাণ সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ করেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দোহল পাড়া স্কুল এন্ড কলেজ মাঠে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর পক্ষ হতে করোনাকালীন সময়ে গরীব দুস্থ্য ও কর্মহীন ২৫০ টি পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, আটা, ডাল ও একটি করে সেলাই মেশিন। বিতরণ অনুষ্ঠানে রংপুর সেক্টরের সেক্টর কমান্ডার আলীমুল করিম, রংপুর বিজিবি-৫১ এর অধিনায়ক লেঃ কর্নেল আবু ইসহাক, ডিমলা উপজেলার থানারহাট কম্পানী কমান্ডার সুবেদার রহমত উল্লাহ্, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান, ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন, সাধারন সম্পাদক সহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

আনন্দবাজার/ডব্লিউ এস/টি আই

সংবাদটি শেয়ার করুন