বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদ ও বন্যায় করোনার সংক্রমণ বাড়তে পারে : স্বাস্থ্যমন্ত্রী

বন্যা ও ঈদুল আজহার কারণে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ বৃহস্পতিবার সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত একটি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জাহিদ মালেক বলেন, ঈদে মানুষ হাটে, বাজারে যাবে এতে সংক্রমণ বৃদ্ধি পাবে। এছাড়া বন্যায় এক জায়গায় অনেক মানুষ থাকছে এতেও সংক্রমণ বাড়তে পারে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের সময়ে যথার্থ উদ্যোগ নেয়ার ফলেই দেশের করোনা হাসপাতাল এখন ৬০ ভাগ শয্যা খালি পড়ে আছে। করোনা ডেডিকেটেড অর্ধেক আইসিইউ বেডে কোনো রোগী নেই। শুরুতে পরিস্থিতি বুঝতে কিছুটা সময় লাগলেও এখন দেশের চিকিৎসাখাত করোনা চিকিৎসায় সঠিক অবস্থানেই রয়েছে।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় সরকার দ্রুত কিছু উদ্যোগ নিতে সক্ষম হয়েছে। প্রথমদিকে কেবলমাত্র ঢাকা মেডিকেল কলেজে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা চালু ছিল। এখন জেলা শহরেও সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা চালু করাসহ প্রায় ৭০টি হাসপাতাল সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা করা হচ্ছে। আমাদের টেলি মেডিসিন ব্যবস্থার মাধ্যমে শত শত চিকিৎসক অনলাইনে করোনা রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। পাশাপাশি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী নতুন কিছু কার্যকরী চিকিৎসা সেবা করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোতে দেয়া হচ্ছে। এর ফলে, দেশে ধীরে ধীরে আক্রান্তের হার কমতে শুরু করেছে।

আনন্দবাজার/টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  সঠিক সিদ্ধান্তের কারণেই আমেরিকা-ইতালির চেয়ে আক্রান্ত কম : স্বাস্থ্যমন্ত্রী

সংবাদটি শেয়ার করুন