সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নে রেটক্রিসেন্ট স্যোসাইটি সুনামগঞ্জ ইউনিট এর ব্যবস্থাপনায় ১০০টি বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টায় ইউনিয়ন পরিষদ মাঠে এই ত্রাণ বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক এড. হায়দার চৌধুরী লিটন।
ত্রাণ হিসেবে প্রতিটি পরিবারকে সাড়ে সাত কেজি চাল, এক লিটার সয়াবিন তেল, ডাল এক কেজি, চিনি এক কেজি, লবন এক কেজি, সুজি ৫০০গ্রাম ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের পাশা হিমু, জয়শ্রী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাধব চন্দ্র সরকার, যুব রেডক্রিসেন্ট এর সংগঠক শেরুজ্জামান, সুমন, রাসেল, সাংবাদিক মোবারক হোসাইন, জেলা যুবলীগ নেতা বিষ্ণু চন্দ, জয়শ্রী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহব্বায়ক হাবিবুর রহমান হাবিব, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবদুল কাইয়ুম তালুকদার, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মোঃ ফজর আলী, মওলানা মিয়া, মোঃ খুরশিদ মিয়া, শ্রমিক লীগের সহসভাপতি প্রিতিময় সরকার, যুবলীগের সভাপতি গৌতম সরকার, দপ্তর সম্পাদক ওয়ালি উল্লাহ প্রমুখ।
আনন্দবাজার/ডব্লিউ এস/এম এইচ