রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

মুজিব বর্ষ উপলক্ষে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের গাছের চারা রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের কোন বিকল্প নেই। গাছ লাগান পরিবেশ বাঁচান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে বুধবার (২৯ জউলাই) মেহেন্দিগঞ্জ থানা পুলিশ অফিসার ইনচার্জ আবিদুর রহমান’র নেতৃত্বে গাছের চারা রোপন করা হয়েছে।

বুধবার দিনব্যাপী থানা কম্পাউন্ডে বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা রোপন করা হয়। মুজিববর্ষের আহ্বান তিনটি করে গাছ লাগান’-এই শ্লোগানকে সামনে রেখে বনজ, ফলজ ও ঔষধি গাছের এই চারা রোপন করেন থানা অফিসার ইনর্চাজ (ওসি) আবিদুর রহমান।

এ সময় থানার ওসি (তদন্ত) মুরাদ আহমেদ সহ থানার অন্যান্য অফিসারবৃন্দ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আনন্দবাজার/শাহী/সৈকত

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  আঘাত হেনেছে আম্পান

সংবাদটি শেয়ার করুন