ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৫০ লাখ করে পাচ্ছে করোনায় মৃত দুই কর্মকর্তার পরিবার

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া দুই কর্মকর্তার পরিবারকে সরকারের ঘোষণা অনুযায়ী ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এই দুই পরিবার হলো-প্রয়াত প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী এবং সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজের চিকিৎসক মো. মঈন উদ্দীনের পরিবার।

জানা গেছে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ উভয় পরিবারের নামে ৫০ লাখ টাকা করে মোট ১ কোটি টাকা মঞ্জুরি দিতে অর্থ বিভাগের প্রধান হিসাব কর্মকর্তার কাছে দু’টি আলাদা চিঠি পাঠিয়েছে।

অর্থ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ আবু ইউসুফ স্বাক্ষরিত উভয় চিঠিতে বলা হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা দুই কর্মকর্তার পরিবারকে ৫০ লাখ টাকা করে মোট ১ কোটি টাকা ক্ষতিপূরণ হিসেবে মঞ্জুরি দিতে প্রধান হিসাব কর্মকর্তাকে বলা হয়েছে। চলতি ২০২০–২১ অর্থবছরের বাজেটে ‘স্বাস্থ্যঝুঁকি বাবদ ক্ষতিপূরণের জন্য বিশেষ অনুদান’ খাতে যে ৫শ কোটি টাকা বরাদ্দ রয়েছে, তা থেকে এ ব্যয় করা হবে। তাদের স্ত্রীদের কাছে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করবেন অর্থ বিভাগের ড্রইং অ্যান্ড ডিসবার্সিং অফিসার (ডিডিও)।

জানা যায়, এই ক্ষতিপূরণ দেওয়ার দেওয়ার মধ্য দিয়েই শুরু হচ্ছে ক্ষতিপূরণ দেওয়া কার্যক্রম। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পর ক্ষতিপূরণ দেওয়া হবে যারা আক্রান্ত হয়েছেন তাদেরও।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন