ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার হজ করবেন ১০ হাজার হাজি

প্রাণঘাতী করোনা ভাইরাসের জন্য সৌদি আরবে এবারের হজের আনুষ্ঠানিকতা পালন করা হবে সীমিত পরিসরে। বিবিসি জানায়, একারের হজে ১০ হাজার লোক উপস্থিত থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অংশগ্রহণকারীদের মধ্যে ৩০ শতাংশ সৌদি নাগরিক ও ৭০ শতাংশ সৌদি প্রবাসী বিদেশি।

প্রতি বছর ইসলাম ধর্মের অন্যতম ‘ফরজ’ হজের সময় ২৫ লাখ মুসলমানের অংশগ্রহণ করে সৌদি আরবে।

মহামারীর জন্য সৌদি আরব এবার অন্য দেশ থেকে কারও মক্কা গমনে নিষেধাজ্ঞা দিয়েছে। তবে দেশটিতে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকদের মধ্য থেকে সীমিত সংখ্যক এই ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

এবার ইসলাম ধর্মের এই আনুষ্ঠানিকতাকে অনিশ্চয়তায় ফেলে দিয়েছিল প্রাণঘাতী করোনা ভাইরাস। তবে অবশেষে ১০ হাজার মানুষ নিয়ে হবে এবারের হজ।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন