ঢাকা | বুধবার
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে জেলা প্রশাসকসহ ১৪ জন করোনা পজেটিভ

পঞ্চগড়ে জেলা প্রশাসকসহ ১৪ জন আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মাে. ফজলুর রহমান জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন করােনা পজেটিভ বলে নিশ্চিত করেছেন। মঙ্গলবার প্রাপ্ত ফলাফলে জেলা প্রশাসকসহ ১৪ জনের করােনা পজেটিভ ফলাফল এসেছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত সােমবার জেলা প্রশাসকের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানাে হয়। মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসকসহ ১৪ জনের ফলাফল পাওয়া গেছে।

গত ২৬ জুলাই মােট ৩৬ জনের নমুনা সংগ্রহ করা হয় আর গত ২৭ জুলাই জেলা প্রশাসকের নমুনা সংগ্রহ করা হয়।

জেলায় মােট ৩০২ জন করােনা পজেটিভ হয়েছেন। এদিকে করােনা পজেটিভ হওয়ার কথা স্বীকার করে পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন সকলের কাছে দােয়া চেয়েছেন।

আনন্দবাজার/ডব্লিউ এস/এ এস

সংবাদটি শেয়ার করুন