চলমান বন্যা পরিস্থিতিতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন এই সময়ের আলোচিত হিরো আলম। আজ সোমবার (২৭ জুলাই) সকালে ত্রাণ নিয়ে বগুড়া জেলার সারিয়াকান্দিতে পানিতে তলিয়ে যাওয়া এলাকায় হাজির হয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।
এ সময় হিরো আলম বলেন, আমি একজন সামান্য মানুষ। বন্যায় অনেক মানুষ খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। তাদের জন্য সামান্য কিছু সহায়তা করতে পেরেছি। আমার মনে হয় সমাজের বিত্তবানদের এইসব বন্যার্তদের পাশে দাঁড়ানো দরকার।
প্রায় ১ লাখ টাকার ত্রাণ বিতরণ করেছেন তিনি। যার মধ্যে ৫০ হাজার টাকা অনন্ত জলিলের সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে পেয়েছিলেন বলে জানান হিরো আলম।
হিরো আলম আরও বলেন, অনন্ত জলিল ভাই আমাকে চলচ্চিত্র থেকে বাদ দিয়েছেন। তবে তিনি আমাকে চুক্তিবদ্ধ কারার সময় ৫০ হাজার টাকা দিয়েছিলেন। বাদ দেওয়ার পর সেই টাকা আমি ফেরত দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু তিনি নেননি। এরপর ভাবলাম, বন্যার্তদের মাঝে বিলিয়ে দেই।
আনন্দবাজার/এম.কে