নারায়ণগঞ্জ সদর উপজেলার ১১টি অস্থায়ী পশুর হাটের মধ্যের ১০টি পশুর হাটের ইজারা সম্পূর্ণ হয়েছে এবং গোগনগর ইউনিয়নের বাড়িরটেক সংলগ্ন মাদবর বাড়ির পশ্চিমপাড়ে দেলোয়ার হোসেনের নিজস্ব ভূমিটি অস্থায়ী পশুর হাটের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় বাতিল করা হয়েছে।
রবিবার(২৬ জুলাই)দুপুর ২টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার কার্যালয়ে কাশিপুর ইউনিয়ন ক্লাব মাঠের অস্থায়ী পশুর হাটের ইজারা দরপত্র প্রকাশের মাধ্যমে সদর উপজেলার ১০টি অস্থায়ী পশুর হাটের ইজারা সম্পূর্ণ করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) নাহিদা বারিক।
কাশিপুর ইউনিয়নের ক্লাব মাঠের অস্থায়ী পশুর হাটটি ৪০ হাজার টাকা মূল্যে ইজারা পায় আইয়ুব আলী।নাজমুল হাসান সজল ২৫ হাজার টাকা ও মোঃসাখাওয়াত হোসেন ১৫ হাজার টাকা মূল্যে তার নিকটতম দরদাতা হিসেবে ছিলেন।
এসময় ইউএনও নাহিদা বারিক আইয়ুব আলীকে উদ্দেশ্য করে বলেন,সরকারি বিধি নিষেধ মেনে হাটটি পরিচালনা করতে হবে।যদি এর ব্যাঘাত ঘটে তাহলে কতৃপক্ষ হাটটি অবৈধ্য হিসেবে গন্য করব।
গোগনগর ইউনিয়নের বাড়িরটেক সংলগ্ন মাদবর বাড়ির পশ্চিমপাড়ে দেলোয়ার হোসেনের নিজস্ব ভূমির অস্থায়ী পশুর হাটটি জেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ মনে করায় হাটটি বালিত করা হয়েছে বলেও তিনি জানান।
এর আগে ২১ জুলাই ১১টি অস্থায়ী পশুর হাটের মধ্যে ৯টি পশুর হাটের ইজারা প্রকাশ করে।
আনন্দবাজার/শাহী/বনি