সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বেসরকারী উন্নয়ন সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির উদ্যেগে ‘গুড বাজার জিএনবি’ এর শুভ উদ্বোধন হয়। গুড বাজারের মাধ্যমে কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্ত ১৮৬০ জন অসহায় দুস্থ্য পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়। এ ছাড়া কমিউনিটির মানুষ নিজের চাহিদা অনুসারে গুড বাজারের দোকান থেকে তাদের পছন্দ মত পণ্য বিনামূল্যে সংগ্রহ করতে পারছে
রবিবার (২৬ জুলাই) সকাল ১০ টায় গুড বাজার জিএনবির উদ্বোধন করে এই ত্রাণ বিতরণ কর্মসূচি শুরু করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: নুরুন্নবী মিঞা, দাদপুর জি আর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মুঞ্জুরুল আলম, সলঙ্গা থানা সাব ইনেস্পেক্টর, গুড নেইবারস্ বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির ম্যানেজার মি. টমাস মন্ডল ও অন্যান্য কর্মীবৃন্দ।
আগামী ৩০ শে জুলাই পর্যন্ত গুড বাজার জিএনবি এর কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়েছে।
আনন্দবাজার/শহক/এস আই