ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা হাসপাতালে ইসিজি মেশিন উপহার দিল খুলশীর প্রাক্তন শিক্ষার্থীরা

ফটিকছড়িতে স্থাপিত হচ্ছে কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতাল। মানবিকতায় ফটিকছড়িবাসীর স্বপ্ন পূরণ হওয়ার দিনক্ষণ এগিয়ে আসছে। আর মাত্র ৩দিন পরেই উদ্ভোধন হতে চলেছে ফটিকছড়ি কোভিড -১৯ বিশেষায়িত হাসপাতাল। আগামি ২৭জুলাই উদ্ভোধন হবে এ হাসপাতালটি এবং আগস্ট মাসের শুরুর দিকে শুরু হবে ভর্তি কার্যক্রম।

শীততাপ নিয়ন্ত্রিত এবং অত্যাধুনিক মানসম্পন্ন হাসপাতালটি গড়ার জন্য এগিয়ে এসেছে, শিল্পপতি, রাজনীতিবীদ, বিভিন্ন ধর্মীয়, সামাজিক সংগঠন, শিক্ষার্থীরা সহ ছোট বড় সকলেই। তারই ধারাবাহিকতায় এবার লাখ টাকা দামের ইসিজি মেশিন দিয়ে এগিয়ে এসেছে ফটিকছড়ি ধুরুং খুলশী লায়ন্স উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা।

শুক্রবার (২৪জুলাই) বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদুল আরেফিনের নিকট উক্ত ইসিজি মেশিনটি হস্তান্তর করেন ধুরু খুলশী লায়ন্স উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের প্রতিনিধিবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন, ২০০৭ ব্যাচের কামরুল হাসান ও রাশেদ, ২০০৮ ব্যাচের তারেক আজিজ, ২০০৯ ব্যাচের এমদাদ, ২০১২ ব্যাচের ইমন, ২০১৪ ব্যাচের জয়নাল ও ইকরাম, ২০১৭ ব্যাচের রিয়াজ মুন্না, শিহাবও এমরান, ২০১৮ ব্যাচের সজিব।

উপস্থিত প্রতিনিধিরা বলেন, ফটিকছড়িতে এ প্রথম নিজেদের টাকায় নিজেরা হাসপাতাল তৈরী করছে। শুধু ফটিকছড়িই নয় কোটি টাকা দিয়ে এটাই প্রথম সাধারণ জনগণের টাকায় কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতাল রূপান্তরিত হচ্ছে। আমরা ধুরু খুলশী লায়ন্স উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এর আগেও যখন করোনার প্রকোপে মানুষ অভাবে পড়ে যায় তখনও গরীব-দুঃখী অসহায় পরিবারদের মাঝে খাদ্য বিতরণ করেছি, রমজানে ইফতার সামগ্রী ও ঈদে ঈদ উপহার বিতরণ করেছি।

ধুরুং খুলশী লায়ন্স উচ্চ বিদ্যালয় যেমন শিক্ষার ক্ষেত্রেও এগিয়ে তেমনি দেশের ক্রান্তিলগ্নে সাধারণ মানুষের পাশে দাড়িয়ে এক অন্যান্য নজির স্থাপন করেছে। তারই ধারাবাহিকতায় এবার আমরা আমাদের স্কুলের বিভিন্ন ব্যাচ থেকে টাকা সংগ্রহ করে ১লাখ ১০হাজার টাকা দামের ইসিজি মেশিন আমাদের ফটিকছড়ি ২০শয্যা হাসপাতাল যা বর্তমানে ৩০শয্যা বিশিষ্ট করোনা বিশেষায়িত হাসপাতাল হিসাবে রূপান্তরিত হচ্ছে সেখানে উপহার দিয়েছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা দেশের যে কোন ক্রান্তিলগ্নে এগিয়ে আসব।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন