জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে আজ (২৩ জুলাই) শীতলক্ষ্যা নদীতে অভিযান পরিচালনা করেন কাপাসিয়া উপজেলা প্রশাসন। কাপাসিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামীম ফরহাদ এ অভিযানের নেতৃত্ব দেন।
জানা যায়, নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে কেউ মাছ ধরছে কিনা এবং কেউ জাটকা ধরছে কিনা এ লক্ষ্যে কয়েকটি নৌকায় তল্লাশী চালানো হয়। তল্লাশীতে এ ধরনের কিছু পাওয়া যায়নি। পরবর্তীতে রানীগঞ্জ বাজারে লাইসেন্স ছাড়া মৎস্যখাদ্য ও পশুখাদ্য বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। কাপাসিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার সহযোগিতায় উক্ত অভিযান পরিচালনা করা হয়।
আনন্দবাজার/শাহী/মিলন




