ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে প্রধান শিক্ষকের হাতে মসজিদের ইমাম লাঞ্ছিত

নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার এন.এ.এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেনের বিরুদ্ধে এক ইমামকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ইমাম বাদী হয়ে কামাল হোসেনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

সাধারণ ডায়েরিতে উপজেলার সনমান্দি ইউনিয়নের দৌলরদী পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম সাইফুল ইসলাম উল্লেখ করেন, সরকার করোনা মহামারির কারণে দেশের প্রত্যেক ইমামকে ৫ হাজার টাকা করে প্রনোদনা ঘোষণা করেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) মসজিদ কমিটির সভাপতি হোসেন আলী ভূঁইয়ার নির্দেশে তিনি সোনালী ব্যাংক সোনারগাঁ শাখা থেকে ওই প্রনোদনার ৫ হাজার টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে উপজেলার প্রধান ফটকের সামনের রাস্তায় পৌঁছলে বৈদ্যেরবাজার এন.এ.এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন ও তাঁর সহযোগিরা তাকে মারধর করে জোরপূর্বক সিএনজিতে করে তুলে নিয়ে যায়।বিষয়টি উপজেলার কয়েকটি অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক কামাল হোসেন বলেন, এটি মিথ্যা, বানোয়াট ও আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের একটি অংশ।পাশাপাশি তিনি আরও বলেন, এটা আমার জন্যে মানহানিকর ও উদ্দেশ্য প্রনোদিত।তদন্ত করলেই সত্য ঘটনা উদঘাটন হবে।

এদিকে সাধারন ডায়েরি অনুযায়ী ইমাম সাইফুল ইসলাম জানান, কামাল হোসেন ও তার সহযোগিরা আমাকে মারধর করে জোরপূর্বক তুলে নিলে আমার আত্মচিৎকারে মোগরাপাড়া চৌরাস্তায় স্থানীয় লোকজনের চাপের মুখে আমাকে সিএনজি থেকে পালিয়ে যাওয়া নিয়ে যে অভিযোগ তা একেবারে মিথ্যা।কারন হিসেবে ইমাম উল্লেখ করেন, প্রধান শিক্ষক কামাল নয় বরং আমদের ইউনিয়নেরই একজন আমাকে হুমকি দিয়েছেন। পাশাপাশি হুমকিদাতা আমাকে দিয়ে প্রধান শিক্ষক কামাল হোসেনের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে বাধ্য করেছেন। এ সময় ইমাম আরও জানান, আমি এবং প্রধান শিক্ষক কামাল হোসেন সোনালী ব্যাংক থেকে প্রধান মন্ত্রীর প্রনোদনার টাকা উত্তোলন করে একসাথে দুপুরের খাবার খেয়ছি। এছাড়াও হুমকির বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সোনালী ব্যাংকের ম্যানেজার সহ মসজিদ কমিটির লোকদের অবহিত করি। আমি সঠিক তদন্তের মাধ্যমে হুমকিদাতার দৃষ্টান্তমুলক বিচার চাই।

মসজিদ কমিটির সভাপতি হোসেন আলী ভূঁইয়া জানান, এসকল নিউজ মিথ্যা, বানোয়াট ও আমি এর তীব্র নিন্দা জানাই।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ইমামকে লাঞ্ছিত করার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি নেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আনন্দবাজার/শাহী/আলমগীর

সংবাদটি শেয়ার করুন