ঢাকা | শনিবার
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করন

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উপল‌ক্ষ্যে বুধবার (২২ জুুলাই) গাজীপুর সদর উপ‌জেলা প‌রিষদের পুকুুুরে মাছের পোনা অবমুক্ত করেন গাজীপুরের জেলা প্রশাসক এস. এম. ত‌রিকুল ইসলাম।

পরে জেলা প্রশাসক মু‌জিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর দেশব্যাপী এক কো‌টি বৃক্ষের চারা রোপণ কর্মসূ‌চির অংশ হিসেবে গাজীপুর সদর উপজেলা অ‌ফিসার্স ক্লাব প্রাঙ্গনে‌ ফ‌লজ বৃ‌ক্ষের চারা রোপণ ক‌রেন।

পরে বৈ‌শ্বিক মহামারী করোনা প্র‌তি‌রো‌ধের ল‌ক্ষ্যে তি‌নি সদর উপ‌জেলা প‌রিষ‌দের ৪র্থ শ্রে‌ণি‌র কর্মচারী‌দের ম‌ধ্যে এল‌জিএস‌পি-৩ প্রক‌ল্পের সহায়তায় স্বাস্থ্য সুরক্ষা সাম‌গ্রী বিতরণ করেন। এসময় আরো উপস্থিত ছি‌লেন গাজীপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ ম‌মিনুল হক, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান আ্যড. রীনা পারভীন, গাজীপুর সদর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার আবদুল্লাহ আল জাকী ও উপ‌জেলার বিভিন্ন ‌বিভা‌গের কর্মকর্তাবৃন্দ।

আনন্দবাজার/শাহী/মিলন

সংবাদটি শেয়ার করুন