বগুড়ার ধুনটে বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে ত্রাণ সামগ্রী। সোমবার দুপুরে বগুড়া ধুনট উপজেলা প্রশাসন এর উদ্যোগে ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে ভান্ডারীবাড়ী ও গোসাইবাড়ি ইউনিয়নের ৬৫০ টি বন্যার্ত পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: সাইফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মীর্জা ওমর ফারুক।
এ ছাড়া আয়োজনে আরও উপস্থিত ছিলেন, ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেল, উপজেলা মহিলা আওয়ামী লিগের সাধারণ সম্পাদক সুলতানা জাহান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, আওয়ামী লীগ নেতা আব্দুল বারিক, আইয়ুব আলী , ইউপি সচিব ফরহাত আলীসহ ইউপি সদস্যগণ।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল দেড় কেজি চিড়া, এক বয়াম গুড়, ১কেজি মসুর ডাল, ১কেজি আলু, এক ডজন মোমবাতি, দুটি করে ম্যাচ। এ ছাড়া ১২৫ টি পরিবারের শিশুদের শিশু খাদ্য দুধের প্যাকেট একটি, এক কেজি চিনি, আধা কেজি সুজি, এক প্যাকেট বিস্কিট এবং গবাদি পশুর খাদ্য বিতরণ করা হয়।
আনন্দবাজার/ডব্লিউ এস/জে এইচ