বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পরিস্থিতিতে এবারের হজ পালিত হতে যাচ্ছে সীমিত আকারে। ২৯ জুন থেকে শুরু হতে যাওয়া হজে এবার মাত্র ১ হাজার মুসল্লি অংশগ্রহণ করতে পারবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
প্রতিবছর হজে পুরো বিশ্বের প্রায় ২৫ লাখ মানুষ অংশগ্রহণ করে থাকেন। তবে এবার করোনাভাইরাস পরিস্থিতিতে এবারের হজে শুধুমাত্র সৌদি আরবে অবস্থানকারীরা অংশ নিতে পারবেন।
সৌদির হজ মন্ত্রণালয় জানায়, মক্কায় প্রবেশের আগে এবং পরে মুসল্লিদের কোয়ারেন্টাইনে থাকতে হবে৷
আনন্দবাজার/টি এস পি