রাজধানী ঢাকাজুড়ে টানা তৃতীয় দিনের মতো বৃষ্টি অব্যাহত রয়েছে। আরও দুই দিন তুমুল বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী থেকে অতিভারী বৃষ্টির ফলে বিভিন্ন সড়কে পানি জমে যাওয়ায় দুর্ভোগে সাধারণ মানুষ।
আজ বুধবার (২২ জুলাই) সকাল থেকেই অবিরাম বৃষ্টির কারণে গত দুই দিনের মতো আজও রাজধানীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে করে বিড়ম্বনায় পড়তে হয়েছে অফিসগামীদের, আর দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ।
গত দুইদিন সোমবার ও মঙ্গলবার (২০ ও ২১ জুলাই) বৃষ্টির কারণে রাজধানীর প্রায় সব এলাকাতেই দেখা দিয়েছিল জলাবদ্ধতা। বিভিন্ন অলিগলি পেরিয়ে তলিয়ে যায় প্রধান সড়কও। অনেক স্থানে হাঁটু সমান পানি ডিঙিয়ে নগরবাসীকে গন্তব্যে পৌঁছাতে হয়। পানি জমে যায় ঘরবাড়ি, অফিস-আদালত ও দোকানপাটে। জলাবদ্ধতায় তিক্ত অভিজ্ঞতার কারণে নগরবাসীর দুর্ভোগ এখন ক্ষোভে পরিণত হয়েছে।
আনন্দবাজার/এম.কে