অতিবৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন নদ-নদীতে পানিবৃদ্ধি অব্যাহত আছে। এখন পর্যন্ত দেশের ২৫টি জেলায় বন্যায় ২৫ জন মারা গেছেন। এমনটিই জানিয়েছেন দেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। আজ মঙ্গলবার গণমাধ্যমকে এসব তথ্য জানান তিনি।
এ সময় এনামুর রহমান বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ৩ কোটি ২১ লাখ টাকা নগদ ও ৯ হাজার মেট্রিক টন চাল দেয়া হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের ৭২টি পয়েন্টে নদ-নদীর পানি বেড়েছে। তবে সেইসাথে ২৫টি পয়েন্টের পানি কমেছে। এছাড়া বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে ২৮টি পয়েন্টে।
বন্যা পূর্বভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, দেশের ১৬টি জেলায় এখন বন্যা পরিস্থিতি বিরাজ করছে। তবে গত ২৪ ঘণ্টা কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, নাটোর, মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর রাজবাড়ী, শরীয়তপুরে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। এছাড়া সিলেট, সুনামগঞ্জ ও ঢাকার বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে।
আনন্দবাজার/টি এস পি