ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ করোনা ভ্যাকসিন বিনামূল্যেই পাবে : স্বাস্থ্য সচিব

বিশ্বে করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি হলে তা সবার আগে বাংলাদেশে আসবে। এবং বাংলাদেশ এই ভ্যাকসিন বিনামূল্যেই পাবে। এমনটিই জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ আব্দুল মান্নান।

আজ সোমবার সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন ভিত্তিক মিটিং প্লাটফর্ম ‘জুম’ এর মাধ্যমে ‘জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি’র এক বিশেষ সভায় সভাপতির বক্তব্যে এসব তথ্য দেন তিনি।

তিনি জানান, বিশ্বের যেসব দেশের মাথাপিছু আয় ৪ হাজার ডলারের নীচে সেসব দেশ করোনা ভ্যাকসিন পাবে বিনামূল্যেই। বাংলাদেশের মাথাপিছু আয় ২ হাজার মার্কিন ডলারের কাছাকাছি থাকায় বাংলাদেশেও এই ভ্যাকসিন বিনামূল্যে পেয়ে যাবে।

স্বাস্থ্য সচিব বলেন, ভ্যাকসিন দেশে এলে দেশের অন্তত ৮০ শতাংশ মানুষকে ক্রমান্বয়ে বিতরণের পরিকল্পনা সরকারের রয়েছে। একই সাথে ভ্যাকসিন আনার প্রক্রিয়া ও বিতরণের জন্যও সরকার যথার্থ পদক্ষেপ গ্রহণ করবে।

এ সময় তিনি আরও বলেন, সরকারের কাছে বর্তমানে প্রায় ৩ লাখ কিট মজুদ রয়েছে। এরপরও আরও কিট আমদানি কার্যক্রমও অব্যাহত রয়েছে। প্রতিদিন ১০ হাজার করে পরীক্ষা করতে থাকলে মজুদকৃত কিট দিয়েই আরও অন্তত একমাস চালানো যাবে। এরমধ্যে নিশ্চয়ই আরও কিছু কিট আমরা আমদানি করতে সক্ষম হবো। সুতরাং দেশে করোনা পরীক্ষায় কোনো সংকট নেই। নিশ্চয়ই করোনা পরীক্ষা বৃদ্ধিতে আরও উদ্যোগ নেয়া হবে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন