ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এইচবিএফের বৃক্ষরোপণ

মহামারিকালে দেশের বনজ সম্পদের পরিমাণ বৃদ্ধি ও সবুজ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে বৃক্ষরোপণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প বাংলাদেশ ফাউন্ডেশন (এইচবিএফ)। ইতোমধ্যে বগুড়া জেলার ১২ টি উপজেলা ও নদীর পারে ধারাবাহিক বৃক্ষরোপণের এই পর্যায়ে তারা জেলার সোনাতলা উপজেলার উজগ্রামে বৃক্ষরোপণ করেন। এি উদ্যোগে চারাগাছ দিয়ে সহযোগিতা করে মেডিগ্রীন কর্পোরেশন।

বগুড়ায় এইচবিএফ এর পক্ষ থেকে বৃক্ষরোপণের সময় উপস্থিত ছিলেন এইচবিএফের প্রতিষ্ঠাতা ও পরিচালক আবুল বাশার মিরাজ, উপদেষ্টা জাহিদ হাসান, সিইও আব্দুল্লাহ্ আল ফাত্তাহ্, প্রজেক্ট ম্যানেজার সাইদুর রনি, ভলান্টিয়ার মতলব, সিফাতসহ এলাকার একদল গ্রামবাসী।

বৃক্ষরোপণের বিষয়ে জানতে চাইলে এইচবিএফের প্রতিষ্ঠাতা ও পরিচালক আবুল বাশার মিরাজ জানান, ‘বৃক্ষ আমাদের অকৃত্রিম বন্ধু। প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে অক্সিজেন, যার মূল উৎস হচ্ছে বৃক্ষ। কিন্তু বাড়িঘর নির্মাণ আর কলকারখানা স্থাপনের কারণে দিনকে দিন বন উজাড়ে বাংলাদেশ সবুজতা হারাচ্ছে। দেশের বনজ সম্পদের পরিমাণ বৃদ্ধি ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে এইচবিএফের পক্ষ থেকে বগুড়া জেলার সবগুলো উপজেলা ও নদীর পাড়েই আমরা বৃক্ষরোপণ করছি। একইসাথে এই বর্ষা মৌসুমে সবাই যেন বৃক্ষরোপণ করেন সে বিষয়েও সামাজিক সচেতনতা ও উৎসাহিত করছি।’

আনন্দবাজার/শাহী/মিরাজ

সংবাদটি শেয়ার করুন