ঢাকা | বুধবার
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জের আলীমাবাদ ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ

মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে ইউনিয়ন ছাত্রলীগ। সকাল ১১টায় পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের মধ্য দিয়ে ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক শেখ আরিফুল ইসলাম ফয়সাল’র নেতৃত্বে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়।

ছাত্রলীগের এই কর্মসূচীতে অংশ নেন ত্যাগী ও পরিশ্রমী ছাত্রনেতা আহ্বায়ক শেখ আরিফুল ফয়সাল ও সিনিয়র যুগ্ম- আহবায়ক আল ইমরান, মেহেদী হাসান, আবু নোমান।

তারা জানান, করোনা দুর্যোগের মাঝেই স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় মুজিববর্ষ উপলক্ষে তাদের এই কর্মসূচী পালিত হয়েছে। পর্যায়ক্রমে ছাত্রলীগের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় উক্ত বৃক্ষরোপণ কার্যক্রম মাসব্যাপী এলাকাভিত্তিক চলমান থাকবে। এসময় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন ওয়ার্ড নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন