ঝালকাঠির কাঠালিয়ায় জীবনের নিরাপত্তার দাবীতে পিতা মোঃ শাহাদৎ হোসেন হাওলাদার ও পুত্র মোঃ রাজু হোসেন সংবাদ সম্মেলন করেছেন।
রবিবার (১৯ জুলাই) সকাল ১১টায় কাঠালিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহাদৎ হোসেন দাবী করেন, তার ভাই আলমগীর হোসেন, ফারুক হোসেন ও ইকবাল হোসেন এরা পৈত্রিক ও ক্রয়কৃত জমি জমা সংক্রান্ত বিরোধের জের নিয়ে প্রতিনিয়ত আমাদের উপর হামলা, জমি দখল, মামলা, হয়রানী এবং ভয়ভীতি প্রদর্শন করে আসছে।
তাদের ভয়ে প্রাণ বাচাতে আমরা পুরো পরিবার দীর্ঘ দিন যাবৎ কাঠালিয়া সদরে ভাড়াবাসায় বসবাস করে আসছি। ভয়ে আমরা পৈত্রিক সম্পত্তিতে যেতে পারছিনা। কেননা প্রতিনিয়ত আমার পরিবারের সদস্যদের তুলে নিয়ে বান্ধবীকে করে বিষখালী নদীতে ভাসিয়ে দেয়ার হুমকি দিচ্ছে। বাগানের গাছপালা কেটে নিয়ে যায়। আমরা প্রাণ ভয়ে বাধ্য হয়েছি এ সংবাদ সম্মেলনকরতে। স্থানীয় প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা চাচ্ছি।
আনন্দবাজার/শাহী/বাধন