ঝালকাঠিতে ২৮তম সিভিল সার্জন হিসেবে ডাঃ রতন কুমার ঢালি যোগদান করেছেন।
বরিবার সকাল ১১টায় জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। তিনি ভোলা সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং বদলিজনিত কারণে ঝালকাঠি সিভিল সার্জন হিসেবে এসেছেন।
ইতোপূর্বে তার স্থানে দায়িত্ব পালনকারী ডাঃ শ্যামল কৃষ্ণ হাওলাদার দীর্ঘ প্রায় ৪ বছর ঝালকাঠিতে সিভিল সার্জন দায়িত্ব পালন করে অবসরে যান। প্রায় একমাস যাবৎ ঝালকাঠির সদর হাসপাতালে মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার আবুয়াল হাসান ভারপ্রাপ্ত সিভিল সার্জনের দায়িত্ব পালন করেছেন।
আনন্দবাজার/শাহী/বাধন