ঢাকা | শনিবার
১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

বালিশের ভিতরে গাঁজা!

হবিগঞ্জের মাধবপুরে বালিশের ভিতরে করে অভিনব কায়দায় গাঁজা পাচারের সময় মাইক্রোবাস সহ পাচারকারী কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৯ জুলাই) ভোর রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) আতিকুর রহমান গোপন সুত্রে খবর পেয়ে উপজেলার বহরা ইউনিয়নের গুনাপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে ২ টি বালিশের ভিতর লুখিয়ে রাখা অবস্থায় ৬ কেজি গাঁজা সহ একটি মাইক্রোবাস(হবিগঞ্জ-২৯-৮২৩৯) আটক করে।

পরে মাইক্রোবাস তল্লাশী করে বালিশের ভিতর থেকে গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় গাঁজা পাচারের সঙ্গে জড়িত থাকার অপরাধে পৌর শহরের গুমুটিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে ছালেক মিয়া (৩৫) কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ২ সহযোগী পালিয়ে যায়। কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুর্শেদ আলম সত্যতা নিশ্চিত করেছেন।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন