জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকসেবীদের ধাওয়া করতে গিয়ে শনিবার বিকালে ছোট যমুনা নদীতে পড়ে এক র্যাব কর্মকর্তার মৃত্যু হয়েছে।
নিহত র্যাব কর্মকর্তা শাহেদুজ্জামান (৩৪) দিনাজপুর জেলার বোঁচাগঞ্জ উপজেলার টেনা গ্রামের রিয়াজ ইসলামের ছেলে। তিনি জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সহকারী পরিদর্শক কর্পোরাল নিযুক্ত ছিলেন।
র্যাব সূত্রে জানাগেছে, শনিবার বিকালে উপজেলার বড়মানিক ছোট যমুনা নদী এলাকায় কয়েকজন মাদকসেবী মাদকসেবন করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।
এসময় টিম লিডার শাহেদুজ্জামানকে দেখতে না পেয়ে র্যাব সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে শাহেদুজ্জামানকে নদীর পানিতে ভাসতে দেখে র্যাবের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে মহীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদকসেবীদের ধরতে গিয়েই নদীতে পরে র্যাব কর্মকর্তা শাহেদুজ্জামানের মৃত্যুর দুর্ঘটনাটি ঘটতে পারে বলে জানিয়েছেন জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ।
আনন্দবাজার/রিয়ন