একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ২ হাজার ৬১৮ জনে পৌঁছালো। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৫৯ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। ১৩৪তম দিনে এসে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল দুই লাখ ৪ হাজার ৫২৫ জনে।
রবিবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশের ৮০টি ল্যাবে ১০ হাজার ৬২৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১০ লাখ ২৮ হাজার ২৯৯টি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ১,৫৪৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ১ লাখ ১১ হাজার ৬৪২ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।
মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৮৯ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৫৯ শতাংশ, মৃতের হার ১ দশমিক ২৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ২৯ জন এবং নারী ৮ জন। এপর্যন্ত ২ হাজার ৬৯ জন পুরুষ ও ৫৪৯ জন নারী মারা গেছেন।
এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:
মোট শনাক্ত: ২ লাখ ৪ হাজার ৫২৫ জন।
মারা গেছেন: ২ হাজার ৬১৮ জন।
মোট সুস্থ: ১ লাখ ১১ হাজার ৬৪২ জন।
মোট নমুনা পরীক্ষা: ১০ লাখ ২৮ হাজার ২৯৯টি।
কোভিড-১৯ রোগী শনাক্তের সংখ্যায় সবার ওপরে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত ৩৮ লাখ ৩৩ হাজার ৫৯৭ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করেছে দেশটি। এ শনাক্তের জন্য তারা ৪ কোটি ৭৬ লাখ ৩ হাজার টেস্ট করে। শনাক্তের দিক থেকে দ্বিতীয়তে আছে ব্রাজিল। দেশটির ২০ লাখ ৭৫ হাজার ২৪৬ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তিন নম্বরে রয়েছে ভারত যাদের শনাক্তের সংখ্যা ১০ লাখ ৭৮ হাজার ৭৫৭।
সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:
যুক্তরাষ্ট্র: ১ লাখ ৪২ হাজার ৮৭৮ জন।
ব্রাজিল: ৭৮ হাজার ৮১৭ জন।
যুক্তরাজ্য: ৪৫ হাজার ২৭৩ জন।
মেক্সিকো: ৩৮ হাজার ৮৮৮ জন।
ইতালি: ৩৫ হাজার ৪২ জন।
ফ্রান্স: ৩০ হাজার ১৫২ জন।
স্পেন: ২৮ হাজার ৪২০ জন।
ভারত: ২৬ হাজার ৮৩৮ জন।
ইরান: ১৩ হাজার ৯৭৯ জন।
পেরু: ১২ হাজার ৯৯৮ জন।