ঢাকা | শুক্রবার
২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঈদে বাড়ছে না ট্রেনের সংখ্যা : রেলমন্ত্রী

বিশ্বজুড়ে মহামারি করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় এবার পবিত্র ঈদুল আজহায়ও সীমিত পরিসরে ট্রেন চালু থাকার কথা জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

তিনি জানান, আপনারা নিজ নিজ কর্মস্থল এলাকায় অবস্থান করে এবারের ঈদ উদযাপন করুন। কারণ এবারের ঈদে ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে না।

আজ শনিবার (১৮ জুলাই) কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান রেলমন্ত্রী। ঈদের পূর্বে শুধু অনলাইনে টিকিট বিক্রি করা হবে বলেও জানান তিনি।

রেলমন্ত্রী জানান, করোনা পরিস্থিতি প্রতিরোধে ঈদ উপলক্ষে বাড়তি যাত্রী বহনের কোনো পরিকল্পনা নেই। স্বাস্থ্যবিধি মেনেই সীমিত আকারে কিছু রেল চলবে।

মন্ত্রী আরও জানান, টিকিটবিহীন কোনো যাত্রী যাতে স্টেশনে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান, গরু-ছাগল পরিবহনের জন্য যে অ্যানিমেল ট্রেনের ব্যবস্থা করা রয়েছে, সে ব্যাপারে এখনো কোনো সাড়া মেলেনি।

মন্ত্রী জানিয়েছেন, গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন ট্রেন পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে দেশের বিভিন্ন স্থানে ট্রেন চলাচল করে থাকে। তাই জয়দেবপুর থেকে ঢাকা যাতায়াতের ক্ষেত্রে এই জংশনকে ডাবল লেনে এবং টঙ্গী থেকে ঢাকা পর্যন্ত চার লেনে উন্নীত করা হচ্ছে। ভবিষ্যতে গাজীপুরের জন্য আলাদা ট্রেনের ব্যবস্থা করা হবে। সে পরিকল্পনা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন