ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

নমুনা পরীক্ষা কম হলেও বাড়ছে মৃত্যু, নতুন আক্রান্ত ২৭০৯

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩৪ জনসহ মোট ২ হাজার ৫৮১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন ২ হাজার ৭০৯ জন শনাক্তসহ মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ২ হাজার ৬৬ জন।

শনিবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশের ৮০টি ল্যাবে ১০ হাজার ৯২৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১০ লাখ ১৭ হাজার ৬৭৪টি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ১,৩৭৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ১ লাখ ১০ হাজার ৯৮ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।

মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৮৬ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৪৯ শতাংশ, মৃতের হার ১ দশমিক ২৮ শতাংশ। মৃতদের মধ্যে পুরুষ ২৯ জন এবং নারী ৫ জন।

এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:

মোট শনাক্ত:  ২ লাখ ২ হাজার ৬৬ জন।
মারা গেছেন: ২ হাজার ৫৮১ জন।
মোট সুস্থ: ১ লাখ ১০ হাজার ৯৮ জন।
মোট নমুনা পরীক্ষা: ১০ লাখ ১৭ হাজার ৬৭৪টি।

প্রথম কোভিড-১৯ শনাক্তের ১৩৩তম দিনে এসে গত ২৪ ঘণ্টায় দেশের ৮০টি ল্যাবে ১০ হাজার ৯২৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ১,৩৭৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ১ লাখ ১০ হাজার ০৩ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার একটি বিশেষ ওয়েবসাইট http://(www.corona.gov.bd)চালু রেখেছে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন