উড়োজাহাজ জ্বালানির (জেট ফুয়েল) দাম ১ ইউএস সেন্ট বাড়ানো হয়েছে। একইসঙ্গে অভ্যন্তরীণ উড়োজাহাজের জন্য ১ টাকা বাড়িয়ে প্রতি লিটার ৫১ টাকা চূড়ান্ত করা হয়েছে।
জানা যায়, দেশের চারটি বিমান বন্দরের ক্ষেত্রে আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটার জ্বালানি তেলে শূন্য দশমিক ৪৫ মার্কিন ডলার থেকে শূন্য দশমিক ৪৬ ডলার করা হয়েছে। একই সঙ্গে অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে চারটি বিমান বন্দরেই ৫০ টাকা থেকে এক টাকা বাড়িয়ে ৫১ টাকা করা হয়েছে।
এদিকে, আন্তর্জাতিক বাজারমূল্য এবং পার্শ্ববর্তী দেশ ভারতে আইওসিএল কর্তৃক প্রকাশিত বিক্রয়মূল্য বিবেচনা করে এই বিক্রয় মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে। ফলে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে চট্টগ্রাম, ঢাকা, সিলেট এবং কক্সবাজারে জ্বালানি তেলের দাম লিটার প্রতি মার্কিন ডলার শূন্য দশমিক ৪৫ ডলার থেকে বেড়ে শূন্য দশমিক ৪৬ ডলার হয়েছে। অন্যদিকে অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে চারটি বিমান বন্দরেই টাকার হিসাবে লিটার প্রতি ৫০ টাকা থেকে বেড়ে ৫১ টাকা হয়েছে।
আনন্দবাজার/শহক