দেশের মধ্যাঞ্চলে নদনদীতে পানি বাড়ার কারণে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। এতে করে গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও ঢাকা জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র জানায়, দেশে নদনদীর ১০১টি পর্যবেক্ষণ পয়েন্টের মধ্যে ৪৪টিতেই গতকাল (১৭ জুলাই) পানি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ২২টি পয়েন্টে নদীর পানি বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ৫৭টি পয়েন্টে পানি কমতে শুরু করেছে। চলমান বন্যায় এখন পর্যন্ত দেশের ১৮ জেলার ৯২ উপজেলার ৫৩৫টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। যা সরকারি হিসাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২২ লাখ মানুষ।
জানা গেছে, পদ্মা ভাগ্যকূল পয়েন্টে বিপত্সীমার ৬২ সেন্টিমিটার, মাওয়ায় ৫৭ সেন্টিমিটার, আরিচা পয়েন্টে যমুনা নদীর ৭০ সেন্টিমিটার, হরিরামপুরে পদ্মার পানি ৬৮ সেন্টিমিটার ওপর প্রবাহিত হচ্ছিল।
ফলে মধ্যাঞ্চলের জেলাগুলোর নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এত হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এ কারণে চরাঞ্চলে স্যানিটেশন, গোখাদ্য সংকট ও বিশুদ্ধ খাবার পানির সমস্যা দেখা দিয়েছে। অনেকেই আশ্রয়কেন্দ্রের উঁচু স্থানে গরু-ছাগল নিয়ে উঠেছেন। এছাড়াও পানি বৃদ্ধির পাশাপাশি নদীভাঙনও দেখা দিয়েছে।
আনন্দবাজার/এম.কে