ঢাকা | সোমবার
১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পাইকগাছা উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মাদ আলী আর নেই

পাইকগাছা উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান, বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা, বীরমুক্তিযোদ্ধা, উপ‌জেলা আওয়ামীলী‌গের সা‌বেক আহবায়ক ও জেলা আওয়ামীলী‌গের সা‌বেক সহ সভাপ‌তি গাজী মোহাম্মদ আ‌লী শুক্রবার বিকাল সা‌ড়ে চার‌টার দি‌কে খুলনার একটি বেসরকারি হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।

পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মাদ আলী শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। গতকালকে শরীরে জ্বর আসলে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে করোনা পরীক্ষার জন্য তার নমুনা নেওয়া হয়।

কিছুক্ষণ আগে জানতে পারলাম তিনি খুলনার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হার্ট অ্যটাক করে মারা গেছেন।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন